Wednesday, January 29th, 2025, 12:31 am

জয়ার ভিন্ন অভিজ্ঞতা

 

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কয়েকদিন আগে জানিয়েছিলেন নতুন একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেল থেকে সেটি অবমুক্ত করা হলো।

‘বাগান বিলাস’ শিরোনামে মিউজিক ভিডিওটিতে জয়ার সঙ্গে অভিনয় করেছেন সংগীতশিল্পী প্রীতম হাসান ও এলিটা করিম।এটি মূলত প্রীতম ও এলিটার গান। ভিডিও পরিচালনা করেছেন সাদিয়া ইসলাম রোজা।

জয়া বলেন, ‘এটি আমার কাছে ভিন্ন এক অভিজ্ঞতা। অনেকদিন পর মিজজিক ভিডিওতে কাজ করলাম।’ প্রসঙ্গত, প্রেক্ষাগৃহে সর্বশেষ জয়া অভিনীত ‘নকশী কাঁথার জমিন’ নামে একটি সিনেমা মুক্তি পায়। এ অভিনেত্রী এখন ‘জিম্মি’ নামের একটি ওয়েব সিরিজের কাজ করছেন।