নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার দেশের আটটি বিভাগে অনুষ্ঠিত হয়েছে। এই ইউনিটের ২ হাজার ৩৭৮ আসনের বিপরীতে ৪৭ হাজার ৬৩৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।
কোভিড-১৯ পরিস্থিতির কারণে চলতি বছর ঢাকা এবং সাতটি বিভাগীয় শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম গোলাম রব্বানী ইউএনবিকে বলেন, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
ঢাবির উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান, প্রো ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সামাদ, প্রো ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল ঢাকার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন।
এর আগে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা আটটি বিভাগে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন
সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনের নির্বাচন ‘আপাতত’ স্থগিত
যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড আরোপ দুঃখজনক, তবে অস্বাভাবিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা
দেশে কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি