‘উচ্চবংশীয়’ ছাগল বিক্রি করতে গিয়ে আলোচিত রাজধানীর মোহাম্মদপুরের সাদিক এগ্রোর মালিক মোহাম্মদ ইমরান হোসেনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার (৩ মার্চ) সকালে তাকে গ্রেফতার করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান।
সিআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৩৩ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে দায়ের করা মামলার আসামি হিসেবে ‘সাদিক এগ্রোর’ মালিক মো. ইমরান হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে মঙ্গলবার ( ৪ মার্চ) বিস্তারিত জানানোর কথা বলা হয়েছে।

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় প্রশ্নে হাইকোর্টের রুল