অনলাইন ডেস্ক :
নোয়াখালীর সোনাইমুড়ীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের নাউরী গ্রামের তালতলা বাজারে এ ঘটনা ঘটে। নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম রাত সাড়ে ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত শুক্রবার বিকেলে আমিরাবাদ হাইস্কুল মাঠে নাউরী গ্রাম ও খিলপাড়া গ্রামের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। পরে ওই খেলাকে কেন্দ্র করে নাউরী ও আমিরাবাদ গ্রামের লোকজনের মধ্যে বাকবিত-া হয়। এরই জের ধরে রাত সাড়ে ৮টার দিকে নাউরী গ্রামের লোকজনের ওপর তালতলা বাজারে আমিরাবাদের ১৪-১৫ জন অতর্কিত হামলা চালায়। এতে আমিশাপাড়া ইউনিয়নের নাউরী গ্রামের জাফর মাস্টারের ছেলে ফয়সাল (২০), আবুল বাসারের ছেলে আরমান হোসেন (১৮), দ্বীন মোহাম্মদের ছেলে মনির (৪৫), জাহাঙ্গীর আলমের ছেলে জিসান (২০), সহিদ উল্যাহর ছেলে শাহাদাত হোসেন (১৯) ও আজিজ উল্যাহর ছেলে মানিক (১৬) গুলিবিদ্ধ হন। এসপি মো. শহীদুল ইসলাম আরও বলেন, তাদেরকে উদ্ধার করে সোনাইমুড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর ফয়সাল, আরমান, জিসান ও মানিককে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এলাকায় পুলিশ তৎপর রয়েছে।

আরও পড়ুন
ঢাবির আওয়ামীপন্থি ৪ শিক্ষক ‘স্থায়ী বহিষ্কার’ হচ্ছেন
মিরপুর রোডে তিতাসের প্রধান ভালভ ফেটে গ্যাস সংকট, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা
২৫ জানুয়ারির মধ্যে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শেষ করার নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের