Sunday, October 3rd, 2021, 12:15 pm

লিবিয়ায় অভিবাসী বিরোধী অভিযানে আটক ৪০০০

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

লিবিয়ায় অভিবাসী বিরোধী অভিযানে শত শত নারী ও শিশুসহ ৪ হাজার অভিবাসীকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। পশ্চিমাঞ্চলীয় গারগারেশ শহরে শুক্রবার এই অভিযান পরিচালনা করা হয়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযান পরিচালনা করছে। অভিযানে কর্তৃপক্ষ কোন পাচারকারী বা চোরাচালানকারীকে আটকের কথা উল্লেখ করেনি।

শুক্রবার লিবিয়ার কর্মকর্তার এই অভিযানে ৫০০ জন আটকের কথা বললেও শনিবারের খবর অনুযায়ী এ সংখ্যা ৪ হাজারে পৌঁছেছে।

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ১২ কিলোমিটার (৭.৫ মাইল) পশ্চিমে গারগারেশ শহরটি মূলত অভিবাসী এবং শরণার্থীদের জন্য একটি পরিচিত কেন্দ্র হিসেবে পরিচিত। সাম্প্রতিক বছরগুলোতে এই শহরটিতে অভিবাসী বিরোধী বেশ কিছু অভিযান দেখা গেছে। তবে শুক্রবারের অভিযানকে ভয়াবহ বলে উল্লেখ করেছে মানবাধিকার কর্মীরা।