ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বায়তুল মোকাররমে মার্চ ফর খেলাফত কর্মসূচি ঘিরে পুলিশের সাবেক সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ১৭ হিযবুত তাহরীরের কর্মীর ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (৮ মার্চ) মামলার তদন্ত কর্মকর্তার ১০ দিনের রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমান।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, মো. আব্দুল্লাহ (২২), তরিকুল ইসলাম (৩৫), আহমেদ নাফিস মোর্শেদ (২৭), মো. শাহাদাত হোসেন (৩৬), তানভির মাহতাব রাফাত (২৯), মো. আবু শোহাইব (৩৪), আশফাক আহম্মেদ (২২), সাব্বির হোসাইন জিউন (২১), মো. রিফাত ইসলাম রিশাদ (২১), মো. আল রাফি সাজ্জাদ (২৩), রেদোয়ান বিন শহিদুল (২০), মিয়াজী আবদুল্লাহ আল মুত্তাকি (১৯), হাবিবুর রহমান (২৩), মো. হেলাল উদ্দিন (৪৫), আসাদুজ্জামান নূর (১৮), তানিম সিকদার সিহাব (১৮) ও আহমেদ নাসিফ করিম কাব্য।
মামলার সূত্রে জানা যায়, গত ৭ মার্চ বেলা দুইটার দিকে পল্টন থানাধীন বাইতুল মোকারাম মসজিদ এলাকায় মার্চ ফর খেলাফত কর্মসূচি শুরু করে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর। এসময় পুলিশ বাধা দিলে তারা পুলিশের দিকে ইটপাটকেল ছুঁড়ে মেরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়।
এ ঘটনায় শনিবার (৮ মার্চ) পল্টন থানায় বাদী হয়ে মামলা দায়ের করে পুলিশ। মামলায় আসামিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৮/৯/১০/১২/১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট