Monday, March 10th, 2025, 11:30 am

ডামুড্যায় অবৈধ ইটভাটা উচ্ছেদ

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধিঃ মোঃ নুরুল ইসলাম খোকন ডামুড্যা উপজেলায় পূর্ব ডামুড্যায় ইউনিয়নের হাওলাদার বাজারে সংলগ্ন ৯ই মার্চ রবিবার দিনব্যাপী অবহিত ইটভাটার অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান একটি ইটাভাটার ছাড়পত্র না থাকায় এবং কোনো কাগজপত্র না থাকায় চিমনিসহ ইটভাটাগুলোকে ভেক্যু মেশিন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। ইটভাটা হচ্ছে ডামুড্যা উপজেলায় পূর্ব ডামুড্যায় ইউনিয়নের হাওলাদার বাজারে সংলগ্ন পাইক ব্রিগফিল অবহিত গড়ে ওঠা এই ইট ভাটা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আব্দুল মালেক। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরে সহকারী পরিচালক মোঃ রাসেল নোমান। এছাড়াও ডামুড্যা থানার পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিভিশন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল মালেক জানান সরকারী নিয়ম না মেনে অবৈধ ইটভাটা তৈরি করে পরিবেশে ক্ষতি করার দায়ে জনস্বার্থে এই অভিযান অব্যহত থাকবে।