ডামুড্যা (শরীয়তপুর) সংবাদদাতাঃ ডামুড্যা বাজারে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মুদি দোকানে মুগ ডালে রং মিশিয়ে বিক্রি করার দায়ে জাতীয় ভোক্তা অধিকার জেলা সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস এর নেতৃত্বে ১৫ই মার্চ শনিবার রাফী স্টোর কে ৩০ হাজার টাকা এবং রশিদ স্টোর কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মুদিদোকান বেকারী খাবারের হোটেল আমাদের এই অভিযান চলমান থাকবে। অভিযান চলাকালীন সময়ে পুলিশ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আলেয়া বেগম। বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আতিকুর রহমান কবির বেপারী সাংবাদিক নুরুল হুদা প্রমুখ।
ডামুড্যা বাজারে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

আরও পড়ুন
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন