অনলাইন ডেস্ক:
‘আমার চারটি বিয়ের অনুমতি রয়েছে। কিন্তু আমি তা করছি না; সেটা ভিন্ন বিষয়। আল্লাহ আমাকে এই অনুমতি দিয়েছেন।’— এক টিভি চ্যানেলে সরাসরি এমন মন্তব্য করেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা দানিশ তৈমুর।
এ সময় অভিনেতার পাশেই ছিলেন তার স্ত্রী আয়েজা খান, এবং দানিশের কথায় সম্মতিসূচক মাথা নাড়েন তিনি। আর এতেই ঘটে যতো বিপত্তি! স্ত্রীর এমন বহুবিবাহকে উৎসাহিত করার কারণে সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে নানা প্রতিক্রিয়া, বিতর্ক।
এবার সেই বিতর্কে নাম জড়াল পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানেরও। সামাজিক মাধ্যমে নেটিজেনদের নানা প্রতিক্রিয়া বলছে, দানিশের এই মন্তব্য নাকি ভালোভাবে নেননি অভিনেত্রী মাহিরা।
বিষয়টি খোলাসা করে বললে, দানিশের এমন মন্তব্যের পর অভিনেতার স্ত্রীর একটি ছবি প্রকাশ করা হয়। তাতে লেখা হয়, ‘তুমি যখন এভাবে (আকর্ষণীয়ভাবে) সাজবে, তখন তোমার মতো আরও তিনজনকে তোমার স্বামী চাইবে!’ আর সেই মিমস এ প্রতিক্রিয়া জানান মাহিরা। আর তা নেটিজেনদের নজরে আসতেই নানা চর্চার সৃষ্টি।

আরও পড়ুন
দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়: মির্জা ফখরুল
কুমিল্লায় বাস–সিএনজি–মোটরসাইকেল সংঘর্ষে বাসে আগুন, শিশুসহ নিহত ৪
ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা–অসদাচরণ: রোগীর অভিযোগ, তদন্তের দাবি