Monday, March 24th, 2025, 1:02 pm

তামিমের শারীরিক অবস্থার সবশেষ যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক:

শাইনপুকুরের বিপক্ষে ডিপিএলের ম্যাচের আগে থেকেই অস্বস্তিতে ভুগছিলেন তামিম ইকবাল। টসে জিতে ব্যাটিং নিয়েছিল শাইনপুলুর। তবে মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল আর ফিল্ডিং করতে নামেননি। ড্রেসিংরুমে ফিরেই নিজের অস্বস্তির কথা জানান।

একপর্যায়ে অবস্থা গুরুতর হলে ঢাকায় আনার পরিকল্পনা করা হয়। সেই উদ্দেশে বিকেএসপির মাঠে নেয়া হয়েছিল হেলিকপ্টার। তবে তামিমকে তাৎক্ষণিকভাবে ঢাকায় আনাও সম্ভব হয়নি। শেষ পর্যন্ত সাভারে ফজিলাতুননেসা মুজিব হাসপাতালে নেয়া হয়েছে তাকে।

সবশেষ তথ্য বলছে, তামিমের হার্টে এনজিওগ্রাম হয়েছে। তাতে ব্লক ধরা পড়েছে। তবে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট জানালেন, তামিমের অবস্থা আগের থেকে উন্নতি হয়েছে। সারভাইভ করে গিয়েছে।