ইমতিয়াজ আহমেদ জিতু, কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে চাউল বোঝাই ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ২ জন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোররাতে মহাসড়কের পুটিয়া নামকস্থানে এ দুঘর্টনা ঘটে।
নিহতরা হলেন, কাভার্ডভ্যানের চালক টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার দুদু মিয়ার ছেলে বেলাল হোসেন (৩০), অপরজন ট্রাকের হেলপার নোয়াখালীর সেনবাগ উপজেলার মোস্তফার ছেলে ইয়াকুব (৩৫)। লাশ দুটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশ মহাসড়ক থেকে সরিয়েছে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌসিক আহাম্মেদ দুঘর্টনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন