Wednesday, April 16th, 2025, 12:09 pm

অপবিত্র অবস্থায় গ্লাভস পরে কোরআন ধরা যাবে?

অজু না থাকা অবস্থায় হ্যান্ডগ্লাভস পরেও কোরআন ধরা যাবে না

ইসলাম ডেস্ক

অজু ছাড়া কোরআন স্পর্শ করা নাজায়েজ। যে গ্রন্থের অধিকাংশ লেখাই কোরআনের আয়াত তা স্পর্শ করার জন্যও অজু থাকা আবশ্যক। এ ছাড়া অন্যান্য গ্রন্থে কোরআনের আয়াত লিখিত থাকলে অজু ছাড়া ওই আয়াত স্পর্শ করা নাজায়েজ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন,

اِنَّهٗ لَقُرۡاٰنٌ کَرِیۡمٌ فِیۡ کِتٰبٍ مَّکۡنُوۡنٍ لَّا یَمَسُّهٗۤ اِلَّا الۡمُطَهَّرُوۡنَ تَنۡزِیۡلٌ مِّنۡ رَّبِّ الۡعٰلَمِیۡنَ
নিশ্চয় এটি মহিমান্বিত কুরআন, যা আছে সুরক্ষিত কিতাবে, কেউ তা স্পর্শ করবে না পবিত্রগণ ছাড়া। তা সৃষ্টিকুলের রবের কাছ থেকে নাজিলকৃত। (সুরা ওয়াকেয়া: ৭৭-৮০)

অজু না থাকা অবস্থায় গ্লাভস পরেও কোরআন বা কোরআনের আয়াত ধরা যাবে না। কারণ অজুহীন অবস্থায় শরীরে পরিহিত পোশাকের অংশ বা কাপড় দিয়েও কোরআন স্পর্শ করা জায়েজ নয়। এ অবস্থায় কোরআন ধরার প্রয়োজন পড়লে পৃথক কোনো পবিত্র কাপড় দিয়ে ধরতে হবে। গ্লাভস দিয়ে ধরতে চাইলে সেটি হাত থেকে খুলে তা দিয়ে ধরা যেতে পারে।

কোরআন বেচাকেনার সময় অজু ছাড়া ধরা যাবে কি?
ক্রয়-বিক্রয়ের প্রয়োজনেও কোরআন অজু ছাড়া স্পর্শ করা নাজায়েজ। বিভিন্ন লাইব্রেরি ও বই বিক্রয় কেন্দ্রে কোরআন বিক্রয় করার কাজে যারা নিয়েজিত থাকেন, তারা অজু অবস্থায় থাকবেন। সেটা সম্ভব না হলে কোরআন ধরার জন্য কোনো পবিত্র কাপড় রাখবেন।