অনলাইন ডেস্ক
রাজবাড়ীর বালিয়াকান্দির জামালপুরে বজ্রপাতে কামাল শেখ (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে জামালপুর ইউনিয়নের বাঁধুলী খালকুলা গ্রামে এ ঘটনা ঘটে। এসময় রাজু (২০) নামে অপর এক ব্যক্তি আহত হয়েছেন।
নিহত কামাল বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বাঁধুলী খালকুলা গ্রামের সাঈদ শেখের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে আকাশে মেঘ দেখে বাড়ি ফিরছিলেন কৃষক কামাল ও তার চাচাতো ভাই রাজু। চন্দনা নদীর পাড়ে এলে হঠাৎ বজ্রপাত হয়। এতে কামাল শেখ ও তার ভাই রাজু আহত হন৷ স্থানীয়রা তাদের উদ্ধার করে মধুখালী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করেন। রাজুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন
ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারিই পাবনার দুই আসনে নির্বাচন
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের দাবিতে ফের সড়ক অবরোধ, ভোগান্তিতে নগরবাসী
আওয়ামী লীগ ভুল স্বীকার করলে রিকনসিলিয়েশন সম্ভব