অনলাইন ডেস্ক
আগের দিনের ক্ষতি পুষিয়ে নিতে চতুর্থ দিনের খেলা কিছুটা এগিয়ে ৯টা ৪৫ মিনিটে শুরু হওয়ার কথা ছিল। তবে আজ বুধবার সেটিও হতে দেয়নি বৃষ্টি। সিলেটে সকালে ভারী বৃষ্টি হওয়ায় মাঠ প্রস্তুত করতে সময় লেগেছে। ফলে খেলা শুরু হয়েছে ১১টায়।
এখন ভক্তদের মনে প্রশ্ন আসতে পারে, সিলেট টেস্টের চতুর্থ দিনে কখন মধ্যাহ্নবিরতি হবে এবং দ্বিতীয় ও তৃতীয় সেশনের খেলাই বা কখন শুরু হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, দুপর ১টায় মধ্যাহ্নবিরতিতে যাবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। ৪০ মিনিটের বিরতির পর ফের খেলা শুরু হবে।
দ্বিতীয় সেশনের খেলা চলবে দুপুর ১টা ৪০ মিনিট থেকে ৩টা ৪০ মিনিট পর্যন্ত। এরপর ২০ মিনিটের চা-বিরতি।
দিনের শেষ সেশন শুরু হবে বিকেল ৪টায়। ১ ঘণ্টা ৪৫ মিনিট চলবে এই সেশন। অর্থাৎ মাঠের আলো ঠিক থাকলে আর বৃষ্টি না হলে ৫টা ৪৫ মিনিট পর্যন্ত খেলা চলবে।
দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৯৪ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছে বাংলাদেশ। হতাশাজনক খবর হলো- দিনের প্রথম ওভারের দ্বিতীয় বলেই আউট হয়ে গেছেন নাজমুল হোসেন শান্ত। আজ একটি রানও যোগ করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। আগের দিনের ৬০ রান নিয়েই ফিরতে হয়েছে সাজঘরে।

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
ইরানজুড়ে সহিংস বিক্ষোভ, হাসপাতালে আহতের ঢল
হলফনামায় প্রদর্শিত হয়নি এমন সম্পদের মালিককে শাসক হিসেবে চাই না : দুদক চেয়ারম্যান