বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ শহর ময়মনসিংহের জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি-এর ময়মনসিংহ বিভাগীয় সম্মেলন ২০২৫। স্বেচ্ছাসেবা, নেতৃত্ব বিকাশ এবং পারস্পরিক বন্ধনকে দৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এই সম্মেলনে অংশ নেন ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত প্রায় দুই শতাধিক স্বেচ্ছাসেবী।
অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। এরপর দিনব্যাপী একে একে বিভিন্ন সেশন ও কর্মশালা অনুষ্ঠিত হয়—যেখানে বক্তারা তুলে ধরেন সংগঠনের ভবিষ্যৎ রূপরেখা, নেতৃত্ব বিকাশের কৌশল এবং মানবিকতার ওপর প্রতিষ্ঠিত কার্যক্রমের গুরুত্ব।
স্বেচ্ছায় রক্তদান সংগঠন বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি সারাদেশে ৪৮ হাজারের অধিক মুমূর্ষু রোগীকে রক্তের যোগান দিয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে প্রায় ৯০ টি কমিটিতে ভাগ হয়ে সাড়ে ৩ হাজারের অধিক স্বেচ্ছাসেবী একযোগে রক্তদানে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন
উলিপুরে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
ভাঙ্গুড়ায় প্রচন্ড শীতেও মধু সংগ্রহ করছেন মৌ খামারীরা
বোরহানউদ্দিনে ৯৫০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী গ্রেফরার