জয়পুরহাট প্রতিনিধিঃ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা ও স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবিতে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের জয়পুরহাট জেলা শাখার সদস্যরা।
সোমবার (০৫ মে) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দুই ঘণ্টা সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন তারা।
কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের জয়পুরহাট জেলা শাখার সভাপতি আব্দুল হান্নান, সহ-সভাপতি আবু সায়েদ, সাধারণ সম্পাদক কৃষ্ণ কুমার সরকারসহ অন্যরা।
বক্তারা বলেন, সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে অ্যাসোসিয়েশনের সাংগঠনিক টিম একাধিকবার যোগাযোগ করলেও দাবি মানার ক্ষেত্রে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এ কারণেই আমরা দুই ঘণ্টা কর্মবিরতি পালন করলাম। এর পরেও দাবি না মানলে আরও বড় কর্মসূচি ঘোষণা করা হবে।

আরও পড়ুন
র্যাব-১৩ এর অভিযানে কুড়িগ্রামে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রংপুরে রেকটিফাইড স্পিরিট পানে দুই মাদক সেবীর মৃত্যু, ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ডামুড্যা অবৈধভাবে ফসলী নষ্ট করায় ৪ জনের কারাদন্ড