পাকিস্তানে ভারতের হামলা, মাঝপথ থেকে ফিরে গেলো ঢাকাগামী ২ ফ্লাইট
ভারত-পাকিস্তানের হামলা পাল্টা হামলার ফলে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী রুটের ফ্লাইটগুলো পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলাচল করছে। অন্যদিকে, মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশে আসার পথে দুইটি ফ্লাইট মাঝ আকাশ থেকে ফিরে গেছে।
বুধবার (৭ মে) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র এ তথ্য জানায়।
সূত্রটি জানায়, ঢাকা থেকে বেশ কয়েকটি মধ্যপ্রাচ্য রুটের ফ্লাইট পাকিস্তানের আকাশ ব্যবহার করে। কিন্তু বুধবার মধরাত থেকে ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলো নিরাপদে বিকল্প রুটে গন্তব্যে যাচ্ছে। ফ্লাইটে কোনো ধরনের ব্যাঘাত ঘটেনি।
তবে বুধবার দিবাগত রাতে তুরস্ক থেকে ঢাকার উদ্দেশ্যে আসা তার্কিশ এয়ারলাইন্স (টিকে-৭১২) এবং কুয়েত থেকে ঢাকাগামী কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট (জে-৯৫৩৩) পাকিস্তানের আকাশপথ দিয়ে ভারত হয়ে বাংলাদেশে আসার কথা ছিল। তবে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি মাঝপথে বাংলাদেশে আসার সিদ্ধান্ত বাতিল করে ওমানের মাসকট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটটি প্রায় দেড় ঘণ্টা উড্ডয়নের পর আবারও কুয়েতে ফিরে যায়।
আরও পড়ুন
ইসির অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত: মির্জা ফখরুল
যুদ্ধবিমান ইস্যুতে বাংলাদেশ–পাকিস্তান আলোচনা, নজর রাখছে ভারত
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান