নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জনসংযোগ ও গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হিসেবে যোগদান করেছেন হাফিজ আল আসাদ। এর আগে তিনি লালবাগ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হিসেবে কর্মরত ছিলেন। হাফিজ আল আসাদ ইফতেখায়রুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন। বুধবার (৬ অক্টোবর) সকালে হাফিজ ডিএমপি মিডিয়া সেন্টারে যোগদান করেন। যোগদানের পরে হাফিজ আল আসাদ বলেন, ট্র্যাডিশনাল পুলিশিং কিংবা পুলিশের অন্যান্য কাজের ধরনের চেয়ে ডিএমপি মিডিয়া সম্পূর্ণ আলাদা। আমার কাজটা এখানে করতে হবে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে। আশা করছি, সাংবাদিকরা আমার কাজে সহযোগিতা করবেন। গত ২৭ সেপ্টেম্বর ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সই করা এক আদেশে এ পদায়ন করা হয়। এর আগে হাফিজ আল আসাদ ডিএমপির লালবাগ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে দক্ষতার সঙ্গে কাজ করেছেন। তার গ্রামের বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলায়। তিনি ৩০তম বিসিএসে পুলিশ ক্যাডারে নিয়োগ পান। এছাড়াও ডিএমপি কমিশনারের অফিস আদেশে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলামকে ক্যান্টনমেন্ট জোনে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুন
মতপার্থক্য থাকবে, কিন্তু মতবিভেদ নয়: তারেক রহমান
যুক্তরাষ্ট্রের ‘বি১ ভিসা বন্ড’ শর্তাবলি পুনর্বিবেচনার আহ্বান খলিলুর রহমানের
মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুনানি চলছে