রংপুর ব্যুরোঃ রংপুর নগরীর হারাগাছ থানাধীন খলিশাকুটি চিলমন গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ধরনের সহিংসতায় শিক্ষাতর্সিহ ২ জন গুরুতর আহত এবং চারটি বসত বাড়ি ভাঙচুর করা হয়েছে।
গত সোমবার বিকেলে নগরীর হারাগাছ থানার খলিশাকুটি চিলমন গ্রামে শিশুদের মাঝে সামান্য ঝগড়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এই ঘটনার জের ধরে চারটি বসত বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। এছাড়অ প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে জখম করা হয়েছে দুইজনকে। পুরুষ শুন্য ঐ এলাকায় বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, খলিশাকুটি চিলমন গ্রামের দুইশিশুর মধ্যে এক শিশু অপরের জমিতে প্রস্রাব করা নিয়ে প্রথমে কথা কাটাকাটি এবং পরে দাঙ্গা শুরু হয়। এক পর্যায়ে বিষয়টি বড়দের মধ্যে ছড়িয়ে পড়লে দ্রুত তা বড়ধরনের সংঘর্ষে রূপ নেয়।
অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা সুলতান ও সোহরাবের নেতৃত্বে একটি গোষ্ঠী সংঘবদ্ধ হয়ে প্রতিপক্ষের উপর হামলা চালায়। তারা চারটি বসত বাড়িতে ভাঙচুর চালায় এবং বাঁধা দিতে আসা শিক্ষার্থী রাকিব (১৭) ও স্থানীয় ফল ব্যবসায়ী আকিফুল ইসলাম (৩২)-কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। রাকিব স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
এ ব্যাপারে এলাকাবাসীরা জানান, ছোটদের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় মানুষরা মিমাংসা না করে বসত বাড়িতে হামলা চালায়। ঘটনার পর ভুক্তভোগী পরিবার গুলোর পক্ষ থেকে হারাগাছ মেট্রোপলিটন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হারাগাছ মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম সোহেল জানান, “ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় নেয়া হবে।

আরও পড়ুন
গণভোট প্রচারণায় হালুয়াঘাটে ইমামদের নিয়ে সমাবেশ
কালকিনিতে সন্ত্রাসী বিরোধী মামলায় কৃষকলীগ নেতা গ্রেফতার!
মুরাদনগরে ১২ দিন পর নিখোঁজ অটোচালকের অর্ধগলিত লাশ খালের কচুরিপানা নীচ থেকে উদ্ধার