Thursday, May 15th, 2025, 6:39 pm

সখীপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজহারুল ইসলামকে (৬৯) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বড়চওনা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনার মামলার আসামি।

সখীপুর থানার ওসি (অফিসার ইনচার্জ) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা মামলার আসামি চেয়ারম্যান আজহারুল ইসলামকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।