পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোর ৪টা ৩০ মিনিটের দিকে ব্যাটালিয়নের কালুপাড়া বিওপি’র টহল কমান্ডার সুবেদার মোঃ আইয়ুব আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন তথ্যের ভিত্তিতে বাদদিঘী গ্রামের সীমান্ত পিলার ২৭১/৭-এস এর কাছাকাছি অভিযান পরিচালনা করে। সীমান্ত থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি মাঠে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় ৬০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ২,৪৩,০০০ টাকা।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়।
পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস জানান, সীমান্তে গরু ও মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ এবং অন্যান্য চোরাচালান রোধে বিজিবির বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
এই সফল অভিযানের মাধ্যমে সীমান্তে বিজিবির তৎপরতা ও দেশকে মাদকমুক্ত রাখার প্রচেষ্টা আরও একধাপ এগিয়ে গেল বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

আরও পড়ুন
সেনা অভিযানে যাত্রাবাড়ীতে ৬৭ ব্যারেল ভোজ্য তেল উদ্ধার
র্যাব-১৩ এর অভিযানে কুড়িগ্রামে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রংপুরে রেকটিফাইড স্পিরিট পানে দুই মাদক সেবীর মৃত্যু, ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার