জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার (২০ মে) রাতে সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা শাহ মোহাম্মদ নেছারুল হক, নির্বাহী সভাপতি মাওলানা মোঃ ইকবাল হোসেন ও মহাসচিব মাওলানা মো. সেলিম রেজা স্বাক্ষরিত এক পত্রে ২৫৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে মাওলানা শাহ মোহাম্মদ নেছারুল হক সভাপতি, মাওলানা মোঃ ইকবাল হোসেন নির্বাহী সভাপতি, মাওলানা মোঃ আলমগীর হোসেন সিনিয়র সহ-সভাপতি, মাওলানা মো. শামসুদ্দিন হেলালী সহ-সভাপতি, মাওলানা মো. সেলিম রেজা মহাসচিব, ডক্টর মো. সলিম উল্লাহ সিনিয়র যুগ্ম মহাসচিব, মাওলানা এ কে এম বদরুল হক পুনরায় সাংগঠনিক সম্পাদক, মাওলানা মো. ওয়ালিউল্লাহ রব্বানী ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কাজী মাওলানা আব্দুর রাজ্জাক অর্থ সম্পাদক নির্বাচিত হন। খুব শীঘ্রই মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির অভিষেক ও পরিচিতি অনুষ্ঠান হবে সমিতি সূত্রে জানা গেছে।
বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির কেন্দ্রীয় কমিটি গঠন

আরও পড়ুন
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন