Thursday, May 22nd, 2025, 4:18 pm

পাবনায় ওষুধ ব্যবসায়ীদের চার দফা দাবিতে মানববন্ধন হয়েছে

পাবনা প্রতিনিধি :  বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ চার দফা দাবিতে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে)  সকালে কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির জেলার শাখার আয়োজনে পাবনা  প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী  এই মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা চার দফা তুলে ধরেন, সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করা। ওষুধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা। মেয়াদ উত্তীর্ণ ওষুধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেয়া এবং প্রতিস্থাপন করা। ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে ওষুধ কোম্পানি কর্তৃক ওষুধ সরবরাহ বন্ধ করা। এই চারটি দাবি মানে না হলে জেলা শহরের সকল ওষুধের দোকান ধর্মঘট ও হরতাল কর্মসূচির হুঁশিয়ারী দেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য দেন কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির জেলার শাখার (বিসিডিএস) সভাপতি এফএম হুমায়ুন কবির খোকন,  সিনিয়র সহ-সভাপতি সাইদুর রশিদ খান পিন্টু, সহ- সভাপতি তারেক ইবনে আনসার।