Monday, May 26th, 2025, 4:57 pm

উপদেষ্টা রিজওয়ানার গাড়িবহরে হামলা

 

শেরপুরের নালিতাবাড়ীতে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় চার সাংবাদিকসহ ছয়জন আহত হয়েছেন।

সোমবার (২৬ মে) দুপুরে উপজেলার দাওধারা কাটাবন এলাকায় এই ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন- সাংবাদিক জাহিদুল খান সৌরভ, বাবু চক্রবর্তী, নাঈম ইসলাম, শাহরিয়ার শাকিরসহ আরও ২ জন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে গারো পাহাড়ঘেরা বনভূমির ভেতর পর্যটনকেন্দ্র স্থাপনের পরিকল্পনা ঘিরে বন বিভাগের আপত্তির প্রেক্ষাপটে উপদেষ্টা রিজওয়ানা হাসান এলাকা পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি বনের জমিতে কোনো পর্যটনকেন্দ্র হবে না বলে জানান। এছাড়া ওই এলাকায় হাতির জন্য অভয়ারণ্য গড়ে তোলার পরিকল্পনার কথা বলেন। তার এই ঘোষণার পরই একদল লোক ক্ষুব্ধ হয়ে ওঠে। পর্যটন কেন্দ্রের পক্ষে ও বিপক্ষে থাকা দুপক্ষ উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে উত্তেজিতরা গাড়িবহরের সঙ্গে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালায়। এতে শেরপুরে কর্মরত অন্তত চার সাংবাদিকসহ ছয়জন আহত হন।