Tuesday, May 27th, 2025, 5:17 pm

জয়পুরহাটের ক্ষেতলালে অপহরণের পর ধর্ষণ মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড

এস এম শফিকুল ইসলাম, জয়পুরহাটঃ জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার একটি দাখিল মহিলা মাদ্রাসার দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষন মামলায় জয় আহম্মেদকে (২৩) যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের  বিচারক। সেই সাথে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ডেরও আদেশ দেন। এ মামলার অপর একটি ধারায় একই আসামিকে আরও ১৪  বছর সশ্রম কারাদন্ড ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেন বিচারক।
সোমবার (২৬ মে) দুপুরে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মোক্তাদির এ রায় প্রদান করেন।সাজাপ্রাপ্ত আসামী জয় আহম্মেদ  জেলার ক্ষেতলাল উপজেলার  ইকড়গারা উত্তরপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্র পক্ষের কৌসুলী রিনাত ফেরদৌসি রিনি।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে , জেলার ক্ষেতলাল উপজেলার একটি মহিলা মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থীতে  ২০২১ সালের ১২ ডিসেম্বর  দুপুর ১ টার দিকে মাদ্রাসা ছুটির পর রাস্তা থেকে জোর পূর্ব্বক অপহরণ করে নিয়ে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে আসামি জয় আহম্মেদ। এ ঘটনায় ধর্ষনের শিকার ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে ক্ষেতলাল থানায় মামলা করেন। ক্ষেতলাল থানা পুলিশ মামলাটি তদন্ত করে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারে মামলটির স্বাক্ষ্য প্রমান শেষে আদালতের বিচারক আজ এ রায় প্রদান করেন।