সিলেট অফিস :
বিশ্ববিদ্যালয়ের সহপাঠী কর্তৃক ছাত্রী ধর্ষণের ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার (২০ জুন) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।
অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাকি দুই সদস্য হলেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ সাইফুল ইসলাম এবং অধ্যাপক মো. বেলাল হোসেন সিকদার। তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এর আগে, মেসে ডেকে নিয়ে অজ্ঞান করে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শাবিপ্রবির দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করে সিলেট কোতোয়ালি থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া দুজনই সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত তারা আদনান ও স্বাগত দাস পার্থ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শান্ত তারা আদনান নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং গত জুলাইয়ে অভ্যুত্থান আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার একজন আসামি। এছাড়াও, বিভিন্ন সময় বিভিন্ন সহিংস কর্মকাণ্ডেও তাকে দেখা গেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিলেট কোতোয়ালি থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে পুলিশি হেফাজতে নেয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পরই তাদের আটক করা হয়েছে।

আরও পড়ুন
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন