সিলেট অফিস :
সিলেটের বিভাগীয় কমিশনার খান মো: রেজা-উন-নবী বলেছেন,পরিবেশ সুরক্ষায় আমাদের অভ্যাসের পরিবর্তন করতে হবে। সব ধরনের প্লাষ্টিক পন্য বর্জন করতে হবে। আগামী প্রজন্মের বসবাসযোগ্য এ পৃথিবীকে সবুজে গড়ে তুলতে বৃক্ষ রোপনের পাশাপাশি এর পরিচর্যা করতে হবে। তিনি প্লাস্টিকের ভয়াবহতা উল্লেখ করে এর ক্ষতিকর প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় আমাদের সচেতন হওয়ার আহ্বান জানান।
তিনি বুধবার সকালে নগরীর শাহী ঈদগাহস্হ জেলা শিল্পকলা একাডেমিতে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে পরিবেশ অধিদপ্তর সিলেট কতৃক আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেনে।
সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো: মাসুদ রানা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,পরিবেশ অধিদপ্তর, সিলেট এর সহকারী পরিচালক মো: বদরুল হুদা।
দিবসের প্রতিপাদ্যের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাবিপ্রবির বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফারহানা রায়হান।
প্লাস্টিক দূষণ আর নয় প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন