সিলেট অফিস:
সিলেটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
বুধবার(২৫ জুন) বিকেল ৪ টার দিকে সিলেট-তামাবিল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ জানায়, বিকেলে মহাসড়কের জৈন্তাপুর উপজেলার হরিপুরের করিছেরপুল নামক স্থানে একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কায় দেয়। ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী। তার মোটরসাইকেলটিও দুমড়েমুচড়ে যায়।
তবে হাইওয়ে পুলিশের তামাবিলের (ওসি) হাবিবুর রহমান জানান, নিহতের নাম মো আনোয়ার হোসেন। তার বাড়ি বরিশাল। তিনি এসিআই কোম্পানিতে চাকরি করেন।
ওসি জানান, দুর্ঘটনার পর পর ট্রাক ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আর নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

আরও পড়ুন
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন