Saturday, October 9th, 2021, 6:25 pm

তুরাগে যাত্রীবাহী ট্রলার ডুবি, নিহত ৩

ফাইল ছবি

রাজধানীর আমিনবাজার এলাকায় তুরাগ নদীতে শনিবার একটি যাত্রীবাহী ট্রলার ডুবে নারী ও শিশুসহ তিনজন নিহত এবং চারজন নিখোঁজ হয়েছেন।

নিখোঁজ ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাজহারুল ইসলাম জানান, আজ সাভারের আমিনবাজার উপকূলে বাল্কহেডে ধাক্কা লাগার পর গাবতলীগামী ট্রলারটি ১৫ জন যাত্রী নিয়ে নদীতে ডুবে যায়। আটজন মানুষ সাঁতার কাটতে পেরেছেন,বাকি সাতজন নিখোঁজ হয়েছেন।

খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশন থেকে ডুবুরিরা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার অভিযান শুরু করেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের স্টেশন অফিসার (মিডিয়া) রায়হানুল বলেন, পরবর্তীতে দুই শিশু ও এক নারীর লাশ নদী থেকে উদ্ধার করা হয়েছে।

–ইউএনবি