সিলেট অফিস :
সিলেট সিটি কর্পোরেশন থেকে ১ লক্ষ টাকা অনুদান পেয়েছে বৈষম্যবিরোধী গণ অভ্যুত্থানে শহীদ মোহাম্মদ পাবেল আহমদ কামরুলের পরিবার।
শহীদ মোহাম্মদ পাবেল আহমদ কামরুলের ভাই পিপলু আহমদের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্যদের হাতে ১ লক্ষ টাকার চেক তুলে দেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার।
চেক গ্রহণ করেন শহীদ মোহাম্মদ পাবেল আহমদ কামরুলের পিতা রফিক উদ্দিন ও ভাই পিপলু আহমদ। এ সময় সিলেট সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর উপস্থিত ছিলেন।
আবেদনে পিপলু আহমদ জানান, তাদের বাড়ি গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণের উত্তর কানিশাইল গ্রামে। তারা উত্তর কাজিরবাজার এলাকায় বসবাস করেন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সিলেট নগরীর ক্বিনব্রিজ সংলগ্ন আলী আমজদের ঘড়িঘরের রেলিংয়ের পাশে শহীদ হন তার ভাই। তাদের পরিবারের সদস্য ৮ জন।

আরও পড়ুন
নড়াইলে বিনামূল্যে আখের বীজ ও রাসায়নিক সার বিতরণ
সখীপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন
সারিয়াকান্দিতে মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান আবুল কাসেম, ফুলের শুভেচ্ছা