Wednesday, July 9th, 2025, 9:10 pm

মেয়ের সঙ্গে গাইলেন ন্যান্সি

 

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি প্রথমবারের মতো বড় মেয়ে রোদেলার সাথে গান গাইলেন।

মূলত ‘কেন’ শিরোনামের একটি স্যাড-রোমান্টিক ঘরানার গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন মা ও মেয়ে। গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন, সুর ও সংগীত পরিচালনায় ছিলেন প্রত্যয় খান।

গানটির জন্য নির্মিত হয়েছে একটি মিউজিক ভিডিও, যেখানে দেখা যাবে ন্যান্সি ও রোদেলা দুজনকেই।

জানা গেছে, আগামী বৃহস্পতিবার গানটি প্রকাশ পাবে রোদেলার নিজস্ব ইউটিউব চ্যানেলে। গানটি নিয়ে প্রবল উচ্ছ্বাস প্রকাশ করেছেন মা-মেয়ে দুজনেই।

এ প্রসঙ্গে ন্যান্সি বলেন, গানটি আমি প্রথমে একাই করার কথা ভেবেছিলাম। পরে মনে হলো, রোদেলাকে যুক্ত করা যায়, এতে এক অন্যরকম মাত্রা পাবে। ওকে গাইয়ে দেখলাম, বেশ ভালো লাগলো। এটা আমাদের প্রথম গান, তাই আমি খুবই আনন্দিত, গর্বিত।

এনএনবাংলা/আরএম