রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জসিম। অল্পের জন্য তিনি রক্ষা পান।
শনিবার (১২ জুলাই) রাত ১০টার দিকে একটি, এরপর রাত পৌনে ১১টায় আরও দুটি ককটেল বিস্ফোরণ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে এসে কয়েকজন দুষ্কৃতিকারী চলন্ত অবস্থায় ককটেল ছুড়ে মারে। এরপর তারা দ্রুত নাইটেঙ্গেল মোড়ের দিকে পালিয়ে যায়।
বিএনপির কেন্দ্রীয় দপ্তরের সংযুক্ত নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী বলেন, এটি একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা। রাজনৈতিক অঙ্গনে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এই হামলা চালানো হয়েছে। আমরা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় প্রশ্নে হাইকোর্টের রুল
আল্লাহর ওপর ভরসা ছিল, ষড়যন্ত্র টেকেনি : প্রার্থিতা ফিরে পেয়ে মান্না