Monday, July 14th, 2025, 6:51 pm

সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির / ফাইল ফটো

 

দুর্নীতির অভিযোগ থাকায় সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবিরের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের পক্ষে সংস্থাটির উপ পরিচালক আজিজুল হক তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আলমগীর কবির। ছবি/ সংগৃহীত

আজিজুল হক তার আবেদনে বলেন, আলমগীর কবিরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ওই ব্যাংকের শত শত কোটি টাকা আত্মসাতের একটি অভিযোগ নিম্নস্বাক্ষরকারীর নিকট অনুসন্ধানাধীন রয়েছে।

তিনি আরও জানান, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি জনাব আলমগীর কবির দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন আটকানো প্রয়োজন।

এনএনবাংলা/আরএম