রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের চারদিন পর দগ্ধ শিক্ষার্থী মাহতাব রহমান (১৫) মারা গেছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১টা ৫০ মিনিটের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাহাতাব। স্কুলটির সপ্তম শ্রেণিতে ইংলিশ ভার্সনের ছাত্র সে।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তিনি জানান, মাহতাবের শ্বাসনালীসহ শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল। ক্রিটিকাল অবস্থায় ছিল, আইসিইউতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে।
এ নিয়ে ঘটনাটিতে ইনস্টিটিউট ১২ জনের মৃত্যু হলো।
মাহতাবের পৈত্রিক নিবাস কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নে। তার বাবার নাম মিনহাজুর রহমান ভূঁইয়া। উত্তরায় বসবাস করত পরিবারটি।
মাহতাবের বাবা মিনহাজুর রহমান ভূঁইয়া বলেন, তিনিই মাহতাবকে প্রতিদিন স্কুলে আনা-নেওয়া করতেন। সোমবারও ছেলেকে আনতে যান তিনি। কিন্তু বিমান বিধ্বস্তের আগুনে দগ্ধ হয় সে। পরে দগ্ধ অবস্থায় সেনাবাহিনী তাকে উদ্ধার করে। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
ইরানজুড়ে সহিংস বিক্ষোভ, হাসপাতালে আহতের ঢল
হলফনামায় প্রদর্শিত হয়নি এমন সম্পদের মালিককে শাসক হিসেবে চাই না : দুদক চেয়ারম্যান