জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক-গোবিন্দগঞ্জ মহাসড়কে ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশায় থাকা শিশুসহ দুই জন নিহত হয়েছে। রবিবার বেলা আড়াইটার দিকে সড়কের ঝাওয়ার খাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও তিন যাত্রী। তাৎক্ষিণকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন। তিনি জানান, ছাতক থেকে গোবিন্দগঞ্জমুখী যাত্রীবাহী ফোরস্ট্রোক সড়কের ঝাওয়ারখাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় ফোরস্টোকটি উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায় এবং বেশ কয়েকজন আহত হয়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে রাখেন। ফলে ওই সড়কে প্রায় ঘন্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ ছিল বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

আরও পড়ুন
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন