Monday, July 28th, 2025, 6:00 pm

গঙ্গাচড়ায় ফেসবুকে হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি, আটক একজন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে রঞ্জন রায় (১৮) নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক রঞ্জন রায় উপজেলার বেতগাড়ী ইউনিয়নের আলদাদপুর ছয়আনি এলাকার বাসিন্দা সুজন কুমারের ছেলে। শনিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বেতগাড়ী এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। রঞ্জন রায় আরআইটি রংপুর-এর কম্পিউটার ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের ছাত্র।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, “রঞ্জন রায় এলআরএম” নামের একটি ফেসবুক আইডি থেকে কয়েকদিন ধরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন একাধিক পোস্ট করে প্রচারণা চালায়। বিষয়টি স্থানীয় ব্যাক্তিবর্গ ও থানা পুলিশের নজরে এলে গঙ্গাচড়া মডেল থানার একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করে অভিযান চালিয়ে বেতগাড়ী এলাকা থেকে আটক করে। গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্য ও কটূক্তির অভিযোগে রঞ্জন রায়কে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

আব্দুল বারী স্বপন