Tuesday, July 29th, 2025, 6:25 pm

জুলাই পদযাত্রা: টাঙ্গাইলে ভাসানীর কবর জিয়ারত এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের

মোস্তফা কামাল নান্নু, টাঙ্গাইল

সারা দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশ গড়ার প্রত্যয়ে ঘোষিত ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আজ মঙ্গলবার টাঙ্গাইলে অনুষ্ঠিত হবে জুলাই পদযাত্রা। এরই অংশ হিসাবে রাতেই এনসিপির কেন্দ্রীয় নেতারা টাঙ্গাইলে পৌছে সোমবার রাতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন করে মাজার জিয়ারত করেন।

পদযাত্রাকে সফল করতে ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নাগরিক পার্টির নেতারা।

মাজার জিয়ারত শেষে তারা রাতে সার্কিট হাউজে রাত্রী যাপন করেন।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন,  ভাসানী ছিলেন কৃষক শ্রমিক মেহনতি মানুষের রাজনীতিবিদ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যিনি এই সাথে পিন্ডি ও দিল্লীর আদিপত্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তিনি ছিলেন ৬৯এর গন অভ্যুথানের কারিগর। ভাসানী যে মেহনতী মানুষের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, এনসিপি সেই উদ্যেশেই প্রতিষ্ঠিত হয়েছে। সেই দায়িত্বের রাজনীতি নিয়েই মাওলানা ভাসানীর পথ অনুসরন করেই বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাই।

জুলাই অভ্যুত্থানের অগ্রনায়কদের পদচারণায় সকাল সাড়ে ১০ টায় জেলা সদরের শামসুল হক তোরণ থেকে শুরু হয়ে পদযাত্রাটি শুরু হবে। পরে সেটি  শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিরালামোড় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে।

 

মোস্তফা কামাল নান্নু

টাঙ্গাইল।