Sunday, October 10th, 2021, 7:48 pm

পিএসজি ক্লাব নিয়ে যা বললেন মেসি

অনলাইন ডেস্ক :

লিওনেল মেসি চলে আসার পর বার্সেলোনার অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। তারা যেন জিততেই ভুলে গেছে। অন্যদিকে পিএসজিতে মেসি-নেইমার-এমবাপ্পে মিলে তৈরি হয়েছে দুর্র্ধষ আক্রমণভাগ। অনেকেই ভাবছেন, পিএসজিই এবারের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার সম্ভাব্য দাবিদার। কিন্তু লিওনেল মেসি নিজের দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে মাটিতে পা রেখেই কথা বললেন। তার মতে, পিএসজিকে দল হিসেবে গুছিয়ে উঠতে আরও সময় লাগবে। ফ্রান্স ফুটবলকে সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে মেসিকে চ্যাম্পিয়ন্স লিগের সম্ভাব্য শিরোপাজয়ী দল সম্পর্কে প্রশ্ন করা হয়। জবাবে মেসি বলেন, ‘সবাই মনে করে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জিতবে, কিন্তু আরও দল আছে। চেলসি, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদের মত দল আছে, যারা সবসময় ভালো করে। বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলানও আছে। আমি জানি না, আর কোনো দলের নাম উল্লেখ করতে ভুলে গেছি কিনা।’ পিএসজির ট্রফি শোকেসে অনেক শিরোপা থাকলেও বড় একটি শূন্যতা হলো চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে না পারা। এজন্য সময় চাইলেন মেসি, ‘আমাদের প্রতিভাবান বেশ কিছু দুর্দান্ত খেলোয়াড় আছে, তবে একটি দল হিসেবে গড়ে ওঠার জন্য আমাদের এখনও একে অপরকে ভালোভাবে জানতে হবে। শিরোপা জিততে হলে দল হিসেবে খেলাটা গুরুত্বপূর্ণ। এ কারণেই আমার মনে হচ্ছে, অন্য সব ক্লাবের তুলনায় আমরা এক ধাপ পিছিয়ে আছি, যাদের আমাদের চেয়ে বেশি সম্মিলিত অভিজ্ঞতা রয়েছে।’