আহসান হাবিব পাটওয়ারীঃ
চাঁদপুরের শাহরাস্তিতে ১৬ বছরের এক কিশোরী ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়েছে। এ ঘটনায় কিশোরীর মা বাদি হয়ে শাহরাস্তি মডেল থানায় মামলা দায়ের করলে রবিবার সন্ধ্যায় অভিযুক্ত দুলাল হোসেন কে আটক করেছে পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, শাহরাস্তি পৌরসভার ৭ নং ওয়ার্ডের সর্দার বাড়ির আলেয়া বেগম গত ১৫ ফেব্রুয়ারি ২০২৫ সকালে মেয়েকে বাসায় রেখে দৈনন্দিন কাজে বের হয়ে যান। বাসায় একা পেয়ে দুলাল হোসেন তার মেয়েকে ধর্ষণ করে। কয়েক মাস অতিবাহিত হওয়ার পর পরিবারের সদস্যদের নজরে আসলে ভিকটিম কে জিজ্ঞাসাবাদ করা হলে মেয়েটি পরিবারের নিকট সত্যতা স্বীকার করলে তার মা আলেয়া বেগম বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় মামলা দায়ের করেন। শাহরাস্তি থানার উপপরিদর্শক মনিরুজ্জামান ভূঁইয়া জানান, ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে।

আরও পড়ুন
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন