Wednesday, August 6th, 2025, 4:05 pm

বুগঞ্জে তিন শহীদদের কবরে শ্রদ্ধা

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ

জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বরিশালের বাবুগঞ্জে তিন শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৮টায় বাবুগঞ্জ উপজেলার ফয়সাল আহাম্মেদ শান্ত, আব্দুল্লাহ আল আবির ও রাকিব আহমেদের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার, উপজেলার কৃষি কর্মকর্তা আব্দুর রউফ , উপজেলার ম‌ৎস কর্মকর্তা নাজমুস সালেহীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল,বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল আলমসহ শহীদ পরিবারের সদস্যরা। বাবুগঞ্জ উপজেলার প্রশাসনের পক্ষ থেকে শহীদের প্রতি এ শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের ঋণ আমরা কখনো শোধ করতে পারব না। আমরা সব সময় তাদের পরিবারের পাশে রয়েছি এবং বিভিন্নভাবে সহযোগিতা করছি। উল্লেখ্য আন্দোলন চলাকালীন সময়ে রাজধানীর ঢাকা মেডিকেলের সামনে শহীদ উপজেলার রহমতপুর ইউনিয়নের মানিককাঠি গ্রামের বাসিন্দা ও সাউথইস্ট ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের দশম ব্যাচের ছাত্র রাকিব হোসেন রাজিব এবং চট্টাগ্রামের মুরাদপুর আন্দোলনরত অবস্থায় শহীদ উপজেলার পূর্ব রহমতপুর এলাকার বাসিন্দা ও চট্টগ্রামের এমইএস কলেজের বিবিএ প্রথম বর্ষের ছাত্র ফয়সাল আহমেদ শান্তর ও  ঢাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন দেহেরগতি ইউনিয়নের আব্দুল্লাহ আল আবির।

 

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি