জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
কুলাউড়া বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের সমন্বয়ে বাজারের সর্বস্তরের স্থায়ী ব্যবসায়ীদের বৃহত্তর স্বার্থে কুলাউড়া ব্যবসায়ী সঞ্চয় সমিতি নামে নতুন সংগঠনের আত্যপ্রকাশ ঘটেছে।
সম্প্রতি স্থানীয় একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় হাজী মিরজান আলী ( মিরজান ট্রেডার্স) কে সভাপতি, মোঃ সোলেমান হোসেন ( সিকন্দর ষ্টোর)কে সাধারণ সম্পাদক, শাকির আহমদ (মেসার্স শফিকুর রহমান) কে সাংগঠনিক সম্পাদক ও হাজী আবুল কালাম ( সুখী সংসার) কে কোষাধ্যক্ষ করে ১৫ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম, (মেসার্স আমিনুল ট্রেডার্স), সহ-সাধারণ সম্পাদক নির্মাল্য মিএ সুমন, (সুরমা ফার্মেসি), নির্বাহী সদস্যরা হলেন, হাজী মোঃ শাহজাহান, (শাহজাহান সু ষ্টোর), তারেক আহমদ, (হাজী মুহিবুর রহমান হার্ডওয়্যার), মোশারফ হোসেন শামীম, (শামীম ফার্মেসী), মোঃ কলিম উদ্দিন, (বেঙ্গল ফুড), আবু তাহের মামুন, (ক্লাসিক ফ্যাশন), মোঃ আবদুল করিম, (কাইয়ুম এন্ড ব্রাদার্স), নেছার আহমদ, (ব্রাদার্স টেলিকম), সুরমান আহমদ (কিচেন জোন), রুবেল খান, (রুবেল স্টোর)।

আরও পড়ুন
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন