ট্রাইব্যুনাল-১ জানান, মামলার এই পর্যায়ে এসে পলাতক আসামির পক্ষে নতুন করে আইনজীবী নিয়োগের সুযোগ নেই।
জুলাই-আগস্ট হত্যাযজ্ঞের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লড়তে চেয়েছিলেন সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না।
তার এই আবেদনের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মন্তব্য করেছেন, ‘ট্রেন ছেড়ে যাওয়ার পর স্টেশন মাস্টারকে বলে ট্রেনে ওঠার সুযোগ নেই।’
মঙ্গলবার (১২ আগস্ট) এ মন্তব্য করেন ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনাল-১ জানান, শেখ হাসিনার পক্ষে ইতোমধ্যেই রাষ্ট্র আইনজীবী নিয়োগ দিয়েছে। মামলার এই পর্যায়ে এসে পলাতক আসামির পক্ষে নতুন করে আইনজীবী নিয়োগের সুযোগ নেই।
এর আগে শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করার জন্য আবেদন দাখিল করেছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না।

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট