Wednesday, August 13th, 2025, 5:34 pm

ডুমুরিয়ায় স্বামীকে অপারেশন করতে নিয়ে যাওয়ার পথে এ্যাম্বুলেন্স খাদে পড়ে স্ত্রীর মৃত্যু

খুলনার ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তাসলিমা খাতুন ময়না (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার নতুন রাস্তার সন্নিকটে টিপনা গ্রাম নামক স্থানে এ দূঘটনা ঘটে। মৃত তাসলিমা খাতুন ময়না সাতক্ষীরা জেলার মৌতলা গ্রামের বাসিন্দা আরিফ মোল্লার স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সাতক্ষীরা মৌতলার বাসিন্দা আরিফ মোল্লার পিঠের টিউমার অপারেশন করার জন্য সকালে একটি অ্যাম্বুলেন্স যোগে বাড়ি থেকে খুলনার উদ্দেশ্যে রওনা হয়। সকাল সাড়ে ৯ টার দিকে খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার নতুন রাস্তার সন্নিকটে টিপনা গ্রাম নামক স্থানে পৌঁছুলে দ্রুতগতি সম্পন্ন অ্যাম্বুলেন্সটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় অ্যাম্বুলেন্সে থাকা চারজনের তিনজন সুস্থ থাকলেও আরিফ মোল্লার স্ত্রী তাসলিমা খাতুন ময়নার ঘটনাস্থলে মৃত্যু হয়। এ্যাম্বুলেন্স খাদে পড়ার সময় স্থানীয় ৫জন পথচারীকে ধাক্কা দিলে তারা আহত হয়।

এরা হলেন টিপনা গ্রামের মোঃ আশরাফুল মোল্লা (৫২), আজিত মোল্লার‌ স্ত্রী ‌বিলকিস বেগম (৪০), জাহাবাক্সের মেয়ে মর্জিনা বেগম (৫০), নজিম গাজীর স্ত্রী হাসিনা বেগম (৪৫) ও আনার গাজী স্ত্রী লাভলী বেগম (৪০)। স্থানীয়রা নিহত ময়নাসহ আহতদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এব্যাপারে

খর্ণিয়া হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফজলুল করিম বলেন, সংবাদ ‍শুনে ঘটনাস্থলে গিয়ে নিহত ময়নাসহ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ডুমুরিয়া হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় আরিফ মোল্লার স্ত্রী ময়নার ‍মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

মাসুম বিল্লাহ ইমরান

খুলনা ব্যুরো