কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ফাজিল ডিগ্রি মাদরাসা পরীক্ষা কেন্দ্রে চলতি বছরের আলিম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ৬ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র তাদের এ বহিস্কার আদেশ প্রদান করেন।
বহিস্কৃতরা হলেন-ছামিউল ইসলাম,ইয়াসিন আরাফাত সজিব,শফিউল ইসলাম, মোজাহিদ হোসেন লিঙ্কন, মোফাজ্জল হোসেন ও সিমা খাতুন।
এ ব্যাপারে ভূরুঙ্গামারী ফাজিল মাদরাসার অধ্যক্ষ ও কেন্দ্রের সদস্য সচিব আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের সার্চ করে মোবাইল ফোন ও নকল পাওয়া গেছে। তাই উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে তাদের বহিস্কার করা হয়।

আরও পড়ুন
নড়াইলে বিনামূল্যে আখের বীজ ও রাসায়নিক সার বিতরণ
সখীপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন
সারিয়াকান্দিতে মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান আবুল কাসেম, ফুলের শুভেচ্ছা