Friday, August 15th, 2025, 6:23 pm

বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি এবং কে স্পোর্টসের মালিক ফাহাদ করিম ও তার স্ত্রী নোরা লাহলালির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

জানা গেছে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে নেওয়া ৫৬ কোটি টাকার ঋণ পরিশোধ না করায় আদালত ফাহাদ করিম ও তার স্ত্রী নোরার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করে।

মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকার ৫ নম্বর অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন। আদেশের কপি ইমিগ্রেশন পুলিশের বিশেষ শাখায় পাঠানো হয়েছে, যাতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে।

আদালতের তথ্য থেকে জানা গেছে, ২০১৮ সালে কোনো জামানত ছাড়াই ব্যক্তিগত গ্যারান্টি ও ট্রাস্ট রিসিটের ভিত্তিতে ফাহাদ করিমের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘কে স্পোর্টস অ্যান্ড করিম অ্যাসোসিয়েটস’ এই ঋণ নেয়। ঋণ পরিশোধের জন্য তাকে দুইবার পুনঃতপশিল এবং সুদ মওকুফ সুবিধাও দেওয়া হয়। তারপরও তিনি নিয়মিত কিস্তি পরিশোধ করেননি এবং একাধিকবার সময় বাড়িয়েছেন।

ইউসিবি জানায়, দেশে-বিদেশে বিলাসবহুল জীবন যাপন করলেও ফাহাদ করিম ঋণ পরিশোধে গড়িমসি করছেন। ঋণ আদায়ে গত জানুয়ারিতে ব্যাংকটি অর্থঋণ আদালতে মামলা করে।

এরপর শুনানিতে বাদীপক্ষের আবেদনের ভিত্তিতে আদালত ফাহাদ করিম ও তার স্ত্রী। যিনি একজন বিদেশি নাগরিক- নোরা লাহলালির দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।

এনএনবাংলা/আরএম