সিলেটে পর্যটনকেন্দ্রসহ ধলাই নদীর বিভিন্ন স্থানে সাদা পাথর উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। এদিকে, পাথর লুটের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকারীরা জানায়, শনিবার সদর উপজেলার ধোপাগুল ও মহালদিক গ্রামের অন্তত ২৫টি বাড়ি ও মিল থেকে উদ্ধার করা হয় দুই লাখ ৩০ হাজার ঘনফুট পাথর।
এছাড়াও কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট থেকে উদ্ধার করা হয় আরো ২০ হাজার ঘনফুট সাদা পাথর। অভিযান এড়াতে কোনো কোনো জায়গায় মাটির নিচে লুকিয়ে রাখা হয় এসব পাথর।
গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ পর্যন্ত প্রায় চার লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। লুটপাটের সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অভিযানকারীরা।

আরও পড়ুন
দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট
পরাণ-দামালের পর আবারও মিম-রাজ জুটি
তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালকের মন্তব্যে ক্রিকেটারদের ক্ষোভ