অবৈধ অভিবাসনকে গুরুতর অপরাধ হিসেবে চিহ্নিত করে সতর্কবার্তা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
রোববার (১৭ আগস্ট) দূতাবাসের ফেসবুক পেইজের এক পোস্টের মাধ্যমে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
দূতাবাস জানিয়েছে, এই ধরনের অবৈধ যাত্রার ফলে আটক, নির্বাসন ও ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্যতা হতে পারে। সেইসঙ্গে যাত্রা শুরুর স্থানে ফিরিয়ে দেওয়া হতে পারে যাত্রীকে।
বার্তায় বলা হয়, অবৈধ অভিবাসন ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল। এতে গ্রেফতার হওয়ার সম্ভাবনা থাকে এবং কখনও কখনও জেলখানায় প্রবেশ করতে হতে পারে। এ ছাড়া অপরাধের রেকর্ড স্থায়ী হতে পারে, যা ভবিষ্যতে যেকোনো ভিসার আবেদন প্রভাবিত করবে।
মার্কিন দূতাবাসের এই বার্তা মূলত সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ ও বৈধভাবে বিদেশ যাত্রার গুরুত্বের প্রতি জনগণকে সচেতন করার উদ্দেশ্যে প্রচার করা হয়েছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় প্রশ্নে হাইকোর্টের রুল