শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি :
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে উপজেলা বিএনপি ১৭ আগস্ট ২০২৫ রোববার সকাল ১১ টায় শাহজাদপুর প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন । সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা এবং শাহজাদপুর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয় প্রফেসর ড. এম এ মুহিত । এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং গাড়াদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল জব্বার , সহ পৌর বিএনপি ও দলের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে শাহজাদপুর প্রেস ক্লাব ও সিরাজগঞ্জের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন । একই দিন দুপুরে একনেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস প্রকল্প বাস্তবায়ন হওয়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে আনন্দে বাঁধভাঙ্গা উল্লাসে মেতে ওঠেন এ খবরে শাহজাদপুর তথা সিরাজগঞ্জের সর্বস্তরের মানুষের মধ্যে খুশির জোয়ার বইছে ।
এম. রওশন আলম
শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি

আরও পড়ুন
নড়াইলে বিনামূল্যে আখের বীজ ও রাসায়নিক সার বিতরণ
সখীপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন
সারিয়াকান্দিতে মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান আবুল কাসেম, ফুলের শুভেচ্ছা