কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নিয়োগ পেয়েছেন জাকিয়া সরওয়ার লিমা।গত ৩০ জুলাই কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মিকে প্রত্যাহার করে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার (১৭ আগস্ট) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) পিযুষ কুমার চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জাকিয়া সরওয়ার লিমাকে গাজীপুরের কালীগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করা হয়েছে।
বিসিএস ৩৮ ব্যাচের কর্মকর্তা জাকিয়া সরওয়ার লিমা ২০২১ সালে সহকারী কমিশনার হিসেবে চাকরিতে যোগদান করেন। পরে খুলনা ও বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার এবং ২০২৪ সালের ৯ এপ্রিল কুমিল্লার চৌদ্দগ্রামে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। গত ৭ আগস্ট তাকে বদলী করে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়।
জাকিয়া সরওয়ার লিমা চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা।
কাজী মোহাম্মদ ওমর ফারুক
কালীগঞ্জ, গাজীপুর

আরও পড়ুন
নড়াইলে বিনামূল্যে আখের বীজ ও রাসায়নিক সার বিতরণ
সখীপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন
সারিয়াকান্দিতে মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান আবুল কাসেম, ফুলের শুভেচ্ছা