অনলাইন ডেস্ক :
প্রথম দল হিসেবে ২০২২ কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো জার্মানি। নর্থ মেসোডোনিয়াকে ৪-০ গোলে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করলো জার্মানরা।
‘জে’ গ্রুপের খেলায় নর্থ মেসোডোনিয়াকে হারিয়ে ৮ ম্যাচ শেষে ২১ পয়েন্ট হয়ে গেছে হ্যান্সি ফ্লিকের দলের। ফলে প্রথম দল হিসেবে বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
এক হালি গোলের ব্যবধানে জয়ের ম্যাচে এদিন জার্মানদের হয়ে জোড়া গোল করেন চেলসি স্ট্রাইকার টিমো ভেরনার। একটা করে গোল করেছেন কাই হ্যাফার্জড আর জামাল মুসিয়ালা। আন্তর্জাতিক ফুটবলে ১৮ বছর বয়সী মুসিয়ালার এটি প্রথম গোল।
ইউরোপ থেকে বাছাইপর্বে পয়েন্ট টেবিলের শীর্ষ ১০ দল খেলবে ২০২২ বিশ্বকাপে। সাথে আরও ১০টি দল সুযোগ পাবে প্লে-অফ থেকে কোয়ালিফাই করে।

আরও পড়ুন
তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালকের মন্তব্যে ক্রিকেটারদের ক্ষোভ
ঢাবির আওয়ামীপন্থি ৪ শিক্ষক ‘স্থায়ী বহিষ্কার’ হচ্ছেন
মিরপুর রোডে তিতাসের প্রধান ভালভ ফেটে গ্যাস সংকট, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা